مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
2058 - أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ صَاحِبُ الدَّسْتُوَائِيِّ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مَحْمُودِ بْنِ عَمْرٍو، أَنَّ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ حَدَّثَتْهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ` أَيُّمَا امْرَأَةٍ تَحَلَّتْ قِلادَةً مِنْ ذَهَبٍ جُعَلَ فِي عُنُقِهَا مِثْلُهَا مِنَ النَّارِ، وَأَيُّمَا امْرَأَةٍ جَعَلَتْ فِي أُذُنِهَا خُرْصًا مِنْ ذَهَبٍ جُعِلَ فِي أُذُنِهَا مِثْلَهُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ النَّارِ ` *
অনুবাদঃ আসমা বিনতে ইয়াযীদ (রাদিয়াল্লাহু আনহা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে কোনো নারী স্বর্ণের হার (নেকলেস) পরিধান করে, তার গলায় জাহান্নামের অনুরূপ একটি হার পরিয়ে দেওয়া হবে। আর যে কোনো নারী তার কানে স্বর্ণের দুল বা রিং পরিধান করে, কিয়ামতের দিন তার কানে জাহান্নামের আগুন দ্বারা তৈরি অনুরূপ জিনিস পরিয়ে দেওয়া হবে।”