مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
22 - حَدَّثنا سُفْيَانُ، عَنْ مَعْمَرٍ , وَغَيْرِهِ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ حُوَيْطِبِ بْنِ عَبْدِ الْعُزَّى، عَنِ ابْنِ السَّعْدِيِّ أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنَ الشَّامِ، فَقَالَ لَهُ عُمَرُ : أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَلِي أَعْمَالا مِنْ أَعْمَالِ الْمُسْلِمِينَ، فَتُعْطَى عُمَالَتَكَ، فَلا تَقْبَلُ ؟ فَقُلْتُ : أَجَلْ، إِنَّ لِي أَفْرَاسًا , أَوْ لِي أَعْبُدً وَأَنَا بِخَيْرٍ، وَأُرِيدُ أَنْ يَكُونَ عَمَلِي صَدَقَةً عَلَى الْمُسْلِمِينَ، فَقَالَ عُمَرُ : فَلا تَفْعَلْ، فَإِنِّي قَدْ أَرَدْتُ مِثْلَ الَّذِي أَرَدْتَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْطِينِي الْعَطَاءَ، فَأَقُولُ : أَعْطِهِ مَنْ هُوَ أَحْوَجُ مِنِّي، وَإِنَّهُ أَعْطَانِي مَرَّةً مَالا، فَقُلْتُ : أَعْطِهِ مَنْ هُوَ أَحْوَجُ إِلَيْهِ مِنِّي، فَقَالَ : ` يَا عُمَرُ مَا أَتَاكَ اللَّهُ بِهِ مِنْ هَذَا الْمَالِ عَنْ غَيْرِ مَسْأَلَةٍ وَلا إِشْرَافِ نَفْسٍ , فَخُذْهُ، فَتَمَوَّلْهُ وَتَصَدَّقْ بِهِ، وَمَا لا , فَلا تُتْبِعْهُ نَفْسَكَ ` *
অনুবাদঃ ইবনুস সা'দী (রাদিয়াল্লাহু আনহু) শাম (সিরিয়া) থেকে উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)-এর নিকট আগমন করলেন। তখন উমার (রাদিয়াল্লাহু আনহু) তাকে বললেন: আমি কি এ খবর পাইনি যে, আপনি মুসলমানদের কিছু কাজ/দায়িত্ব গ্রহণ করেন এবং আপনাকে যখন পারিশ্রমিক দেওয়া হয়, তখন আপনি তা গ্রহণ করেন না? আমি বললাম: হ্যাঁ, আমার ঘোড়া আছে অথবা আমার গোলাম আছে এবং আমি সচ্ছল অবস্থায় আছি। আর আমি চাই যে আমার এই কাজ মুসলিমদের জন্য সদকাহ হয়ে যাক। তখন উমার (রাদিয়াল্লাহু আনহু) বললেন: আপনি এরূপ করবেন না। কারণ আমি নিজেও একবার এমনটিই চেয়েছিলাম যা আপনি চাইছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে কিছু দান করতেন। আমি বলতাম: এটি তার চেয়ে এমন কাউকে দিন, যে আমার চেয়ে বেশি অভাবী। একবার তিনি আমাকে কিছু অর্থ দিলেন। আমি বললাম: এটি তার চেয়ে এমন কাউকে দিন, যার কাছে এটির প্রয়োজন আমার চেয়ে বেশি। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: হে উমার! এই সম্পদের মধ্য থেকে যা আপনার কাছে বিনা চাওয়ায় বা হৃদয়ের কোনো আকাঙ্ক্ষা ছাড়া আসে, আপনি তা গ্রহণ করুন। অতঃপর আপনি তা সঞ্চয় করুন (বা নিজের সম্পদ বানান) এবং তা থেকে সদকাহ করুন। আর যা (এভাবে) না আসে, তার পেছনে নিজেকে ধাবিত করবেন না।