الحديث


مسند السراج
Musnad As Sarraj
মুসনাদ আস সাররাজ





مسند السراج (7)


7 - حَدَّثَنَا إِسْحَاق بن غبراهيم قَالَ: أَنَا عِيسَى بن يُونُس قثنا الأَعْمَشُ عَنْ شَقِيقٍ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ أَبُو مُوسَى: يَا أَبَا عبد الرَّحْمَن ماتقول فِي رَجُلٍ يُجْنِبُ لَا يَجِدُ الْمَاءَ؟ فَقَالَ: لَا يصل قَالَ: فَأَيْنَ قَوْلُ عَمَّارٍ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ؟ قَالَ: مَا رَأَيْتُ عُمَرَ قَنَعَ بِذَلِكَ، قَالَ: فَأَيْنَ قَوْلُهُ (فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا) (النِّسَاء: 43) قَالَ: إِنَّا لَوْ نُرَخِّصُ لَهُمْ فِي ذَلِكَ جَعَلَ الرَّجُلُ إِذَا وَجَدَ بَرْدَ الْمَاءِ تَيَمَّمَ.

تحقيق الشيخ إرشاد الحق الأثري:

[7] - مُكَرر مَا قبله، وَلم أَجِدهُ من طَرِيق عِيسَى بن يُونُس، وَالظَّاهِر أَنه فِي مُسْند ابْن رَاهَوَيْه.




অনুবাদঃ শাকীক (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি হযরত আব্দুল্লাহ (ইবনু মাসউদ) (রাঃ) এবং হযরত আবূ মূসা (রাঃ)-এর সাথে বসা ছিলাম। তখন আবূ মূসা (রাঃ) বললেন: "হে আবূ আব্দুর রহমান! সেই ব্যক্তি সম্পর্কে আপনার কী মত, যে জানাবাতের (গোসল ফরয হওয়ার) শিকার হয়েছে কিন্তু পানি পাচ্ছে না?" তিনি (আব্দুল্লাহ ইবনু মাসউদ) বললেন: "সে সালাত (নামাজ) আদায় করবে না।" আবূ মূসা বললেন: "তাহলে উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর কাছে আম্মার (রাঃ)-এর বক্তব্য কোথায় গেল?" তিনি (আব্দুল্লাহ) বললেন: "আমি উমারকে তা নিয়ে সন্তুষ্ট হতে দেখিনি।" আবূ মূসা বললেন: "তাহলে আল্লাহর এই বাণী কোথায় গেল— 'অতএব তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো?' (সূরা নিসা: ৪৩)" তিনি (আব্দুল্লাহ) বললেন: "আমরা যদি এই বিষয়ে তাদের জন্য ছাড় দেই, তবে (এমনটা হতে পারে যে,) কোনো ব্যক্তি পানির ঠাণ্ডা পেলে (পানি ব্যবহার না করে) তায়াম্মুম করে নেবে।"