الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
103 - وَمَا يَصْنَعُ بِالتَّنْزِيلِ مَنْ هُوَ بِنَفْسِهِ فِي كُلِّ مَكَانٍ. إِنَّمَا يَكُونُ شِبْهَ مُنَاوَلَةٍ، لَا تَنْزِيلًا مِنْ فَوْقِ السَّمَاءِ مَعَ جِبْرِيلَ، إِذْ يَقُولُ سُبْحَانَهُ وَتَعَالَى: {قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ} [النحل: 102] . وَالرَّبُّ بِزَعْمِكُمُ الْكَاذِبِ فِي الْبَيْتِ مَعَهُ، وَجِبْرِيلُ يَأْتِيهُ مِنْ خَارِجٍ. هَذَا وَاضِحٌ، وَلَكِنَّكُمْ تُغَالِطُونَ، فَمَنْ لَمْ يَقْصِدْ بِإِيمَانِهِ وَعِبَادَتِهِ إِلَى اللَّهِ الَّذِي اسْتَوَى عَلَى الْعَرْشِ فَوْقَ سَمَوَاتِهِ، وَبَانَ مِنْ خَلْقِهِ، فَإِنَّمَا يَعْبُدُ غَيْرَ اللَّهِ، وَلَا يَدْرِي أَيْنَ اللَّهُ
অনুবাদঃ যে সত্তা স্বয়ং প্রতিটি স্থানে বিদ্যমান, তার জন্য 'নাযিল করা' (অবতরণ) কী প্রয়োজন? এটা তো কেবল হাতে তুলে দেওয়ার মতো হবে, জিবরীলসহ আকাশমণ্ডল থেকে অবতরণ করা (নাযিল হওয়া) নয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: {বলো, রূহুল কুদুস (জিবরীল) একে তোমার রবের পক্ষ থেকে সত্যসহ নাযিল করেছেন} [সূরা নাহল: ১০২]। অথচ তোমাদের মিথ্যা দাবি অনুযায়ী, রব তার (নবীর) সাথে ঘরেই বিদ্যমান, আর জিবরীল (আঃ) তার কাছে বাইরে থেকে আসছেন। এটা স্পষ্ট, কিন্তু তোমরা বিভ্রান্তিতে ফেলো। সুতরাং যে ব্যক্তি তার ঈমান ও ইবাদত দ্বারা সেই আল্লাহর দিকে লক্ষ্য করে না, যিনি তাঁর আসমানসমূহের উপর আরশের উপর ‘ইস্তিওয়া’ (প্রতিষ্ঠিত) হয়েছেন এবং তাঁর সৃষ্টি থেকে পৃথক (আলাদা) আছেন, সে তো আল্লাহ ছাড়া অন্য কিছুরই ইবাদত করে এবং সে জানে না আল্লাহ কোথায়।
[নোটঃ AI দ্বারা অনূদিত]