الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (30)


30 - حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، ثنا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ، ثنا سَالِمٌ، يَعْنِي ابْنَ أَبِي حَفْصَةَ، ثنا مُنْذِرٌ أَبُو يَعْلَى الثَّوْرِيُّ، قَالَ: قَالَ مُحَمَّدُ ابْنُ الْحَنَفِيَّةِ: «إِنَّ قَوْمًا مِمَّنْ كَانُوا قَبْلَكُمْ أُوتُوا عِلْمًا كَانُوا يُكَيِّفُونَ فِيهِ، فَسَأَلُوا عَمَّا فَوْقَ السَّمَاءِ وَمَا تَحْتَ الْأَرْضِ فَتَاهُوا، كَانَ أَحَدُهُمْ إِذَا دُعِيَ مِنْ بَيْنِ يَدَيْهِ أَجَابَ مِنْ خَلْفِهِ، وَإِذَا دُعِيَ مِنْ خَلْفِهِ أَجَابَ مِنْ بَيْنِ يَدَيْهِ»
-[31]-




অনুবাদঃ মুহাম্মদ ইবনে হানাফিয়্যা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: নিশ্চয় তোমাদের পূর্ববর্তী জাতির কিছু লোককে জ্ঞান দেওয়া হয়েছিল, তারা সেই জ্ঞানের মধ্যে (আল্লাহর সিফাতের) ধরন ও স্বরূপ নির্ণয় করত। ফলে তারা আসমানের উপরে কী আছে এবং যমীনের নিচে কী আছে সে সম্পর্কে প্রশ্ন করতে লাগল এবং বিভ্রান্ত হয়ে গেল। তাদের মধ্যে কেউ যখন তার সম্মুখ দিক থেকে ডাকা হত, তখন সে তার পিছন দিক থেকে উত্তর দিত। আর যখন তাকে পিছন দিক থেকে ডাকা হত, তখন সে তার সম্মুখ দিক থেকে উত্তর দিত।

[নোটঃ AI দ্বারা অনূদিত]