الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
33 - قَالَ أَبُو سَعِيدٍ: وَمَا ظَنَنَّا أَنَّا نُضْطَرُّ، إِلَى الِاحْتِجَاجِ عَلَى أَحَدٍ مِمَّنْ يَدَّعِي الْإِسْلَامَ فِي إِثْبَاتِ الْعَرْشِ وَالْإِيمَانِ بِهِ، حَتَّى ابْتُلِينَا بِهَذِهِ الْعِصَابَةِ الْمُلْحِدَةِ فِي آيَاتِ اللَّهِ، فَشَغَلُونَا بِالِاحْتِجَاجِ لِمَا لَمْ تَخْتَلِفْ فِيهِ الْأُمَمُ قَبْلَنَا، وَإِلَى اللَّهِ نَشْكُو مَا أَوْهَتْ هَذِهِ الْعِصَابَةُ مِنْ عُرَى الْإِسْلَامِ، وَإِلَيْهِ نَلْجَأُ، وَبِهِ نَسْتَعِينُ.
অনুবাদঃ আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন: আর আমরা মনেও করিনি যে, আরশকে সাব্যস্ত করার এবং এর প্রতি ঈমান আনার বিষয়ে ইসলামের দাবিদার এমন কারো সাথে আমাদের প্রমাণ পেশ করতে বাধ্য হতে হবে, যতক্ষণ না আমরা আল্লাহর আয়াতসমূহে ধর্মদ্রোহী এই দলটির দ্বারা পরীক্ষিত হলাম। ফলে তারা আমাদেরকে এমন বিষয় নিয়ে বিতর্কে ব্যস্ত করে তুলল, যে বিষয়ে আমাদের পূর্ববর্তী জাতিসমূহ মতভেদ করেনি। আর এই দলটি ইসলামের যে বন্ধনগুলোকে দুর্বল করেছে, আমরা আল্লাহর কাছে তার অভিযোগ জানাই, এবং তাঁরই কাছে আমরা আশ্রয় চাই, আর তাঁরই কাছে সাহায্য প্রার্থনা করি।
[নোটঃ AI দ্বারা অনূদিত]