الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (34)


34 - وَقَدْ حَقَّقَ اللَّهُ الْعَرْشَ فِي آيٍ كَثِيرَةٍ مِنَ الْقُرْآنِ، فَقَالَ تَعَالَى: {خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ} . وَقَالَ تَعَالَى: {الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى} [طه: 5] . وَقَالَ تَعَالَى: {ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَنُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا} [الفرقان: 59] . {وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ} [الزمر: 75] . فِي آيٍ كَثِيرَةٍ سِوَاهَا.




অনুবাদঃ আল্লাহ তাআলা কুরআনের বহু আয়াতে আরশকে সুপ্রতিষ্ঠিত করেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন: {তিনি আসমানসমূহ ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, আর তাঁর আরশ ছিল পানির উপরে।} এবং আল্লাহ তাআলা বলেন: {পরম করুণাময় আরশের উপর 'ইসতাওয়া' (প্রতিষ্ঠিত) হয়েছেন।} [ত্ব-হা: ৫]। এবং আল্লাহ তাআলা বলেন: {অতঃপর পরম করুণাময় আরশের উপর 'ইসতাওয়া' (প্রতিষ্ঠিত) হলেন। সুতরাং তাঁর সম্পর্কে যিনি অবগত, তাঁকে জিজ্ঞেস করো।} [আল-ফুরকান: ৫৯]। {আর আপনি ফেরেশতাদেরকে দেখবেন আরশের চারপাশ ঘিরে রয়েছে।} [আয-যুমার: ৭৫]। এছাড়াও এ রকম আরও বহু আয়াতে (আরশের উল্লেখ রয়েছে)।

[নোটঃ AI দ্বারা অনূদিত]