الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
الرد على الجهمية للدارمي (362)
362 - قَالَ أَبُو سَعِيدٍ: فَرَأَيْنَا هَؤُلَاءِ الْجَهْمِيَّةَ أَفْحَشَ زَنْدَقَةً وَأَظْهَرَ كُفْرًا وَأَقْبَحَ تَأْوِيلًا لِكِتَابِ اللَّهِ وَرَدِّ صِفَاتِهِ فِيمَا بَلَغَنَا عَنْ هَؤُلَاءِ الزَّنَادِقَةِ الَّذِينَ قَتَلَهُمْ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ وَحَرَّقَهُمْ.
অনুবাদঃ আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন: তখন আমরা এই জাহমিয়্যাহদেরকে যিন্দিকতার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট, কুফরীর দিক থেকে সবচেয়ে প্রকাশ্য এবং কিতাবুল্লাহর (আল্লাহর কিতাবের) ব্যাখ্যার (তা'বিলের) দিক থেকে এবং তাঁর (আল্লাহর) গুণাবলী প্রত্যাখ্যান করার দিক থেকে সবচেয়ে জঘন্য দেখলাম, সেই যিন্দিকদের সম্পর্কে আমাদের কাছে যা পৌঁছেছে যাদেরকে আলী (আলাইহিস সালাম) হত্যা করেছিলেন ও পুড়িয়ে দিয়েছিলেন।
[নোটঃ AI দ্বারা অনূদিত]