الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (38)


38 - فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: {خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ -[34]- أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ} . وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ» . فَفِي قَوْلِ اللَّهِ تَعَالَى وَحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَلَالَةٌ ظَاهِرَةٌ أَنَّ الْعَرْشَ كَانَ مَخْلُوقًا عَلَى الْمَاءِ، إِذْ لَا أَرْضَ وَلَا سَمَاءَ، فَلِمَ تُغَالِطُونَ النَّاسَ بِمَا أَنْتُمْ لَهُ مُنْكَرُونَ؟ وَلَكِنَّكُمْ تُقِرُّونَ بِالْعَرْشِ بِأَلْسِنَتِكُمْ تَحَرُّزًا مِنْ إِكْفَارِ النَّاسِ إِيَّاكُمْ بِنَصِّ التَّنْزِيلِ، فَتُضْرَبَ عَلَيْهِ رِقَابُكُمْ، وَعِنْدَ أَنْفُسِكُمْ أَنْتُمْ بِهِ جَاحِدُونَ، وَلَعَمْرِي لَئِنْ كَانَ أَهْلَ الْجَهْلُ فِي شَكٍّ مِنْ أَمْرِكُمْ، إِنَّ أَهْلَ الْعِلْمِ مِنْ أَمْرِكُمْ لَعَلَى يَقِينٍ، أَوْ كَمَا قُلْتُ لَهُمْ، زَادَ أَوْ نَقَصَ




অনুবাদঃ অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন: "তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে, এবং তাঁর আরশ ছিল পানির উপরে।" আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "আল্লাহ ছিলেন এবং তখন অন্য কিছুই ছিল না, আর তাঁর আরশ ছিল পানির উপরে।" সুতরাং আল্লাহ তাআলার এই বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীসে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে, আরশ পানির উপর সৃষ্ট ছিল, যখন জমিনও ছিল না, আসমানও ছিল না। তাহলে তোমরা কেন মানুষকে সেই বিষয়ে বিভ্রান্ত করো, যা তোমরা অস্বীকার করো? বরং তোমরা শুধু তোমাদের জিহ্বা দ্বারা আরশকে স্বীকার করো, এই কারণে যে, কুরআনের সুস্পষ্ট বক্তব্যের ভিত্তিতে মানুষ যেন তোমাদের কাফের ঘোষণা না করে, ফলে তোমাদের উপর তরবারি আঘাত হানে (শাস্তি পেতে হয়)। অথচ তোমাদের নিজেদের অন্তরে তোমরা তা অস্বীকারকারী। আমার জীবনের শপথ! যদি মূর্খ ব্যক্তিরা তোমাদের ব্যাপার নিয়ে সন্দেহে থাকে, তবে জ্ঞানীরা তোমাদের ব্যাপার সম্পর্কে অবশ্যই দৃঢ় নিশ্চিত। অথবা যেমন আমি তাদের বলেছিলাম, কিছুটা কমবেশি হতে পারে।

[নোটঃ AI দ্বারা অনূদিত]