الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
397 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَحْيَى الْبُوَيْطِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِدْرِيسَ الشَّافِعِيِّ، رَحِمَهُ اللَّهُ، فِي الزِّنْدِيقِ قَالَ: يُقْبَلُ قَوْلُهُ إِذَا رَجَعَ، وَلَا يُقْتَلُ، وَاحْتَجَّ فِيهِمْ بِ {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} [المنافقون: 1] الْآيَةِ. فَأَمَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ يَدَعَ قَتْلَهُمْ لِمَا يُظْهِرُونَ مِنَ الْإِسْلَامِ، وَكَذَلِكَ الزِّنْدِيقُ إِذَا -[213]- أَظْهَرَ الْإِسْلَامَ كَانَ فِي هَذَا الْوَقْتِ مُسْلِمًا، وَالْمُسْلِمُ غَيْرُ مُبَدِّلٍ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « أَلَا شَقَقْتَ عَنْ قَلْبِهِ؟»
অনুবাদঃ ইমাম মুহাম্মদ ইবনে ইদরীস আশ-শাফিঈ (রহ.) যিন্দীক (গুপ্ত কাফের)-এর বিষয়ে বলেন: যখন সে (কুফর থেকে) ফিরে আসে, তখন তার কথা গ্রহণ করা হবে এবং তাকে হত্যা করা হবে না। আর তাদের (মুনাফিকদের) বিষয়ে তিনি {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} (অর্থাৎ, যখন মুনাফিকরা তোমার কাছে আসে) [সূরা মুনাফিকুন: ১] আয়াতটি দ্বারা দলীল পেশ করেন। অতঃপর আল্লাহ আযযা ওয়া জাল তাঁকে (নবীকে) নির্দেশ দেন যে তিনি যেন তাদের (মুনাফিকদের) হত্যা করা ছেড়ে দেন, কারণ তারা ইসলাম প্রকাশ করে। অনুরূপভাবে যিন্দীক যখন ইসলাম প্রকাশ করে, তখন সে এই মুহূর্তে মুসলিম হিসেবে গণ্য হবে এবং মুসলিমকে পরিবর্তনশীল (বা ধর্মত্যাগী হিসেবে পুনরায় শাস্তিযোগ্য) গণ্য করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "তুমি কি তার হৃদয়ের ভেতরে ফাটল ধরিয়ে (তা পরীক্ষা করে) দেখেছ?"
[নোটঃ AI দ্বারা অনূদিত]