الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
52 - فَاحْتَجَّ بَعْضُهُمْ فِيهِ بِكَلِمَةِ زَنْدَقَةٍ أَسْتَوْحِشُ مِنْ ذِكْرِهَا، وَتَسَتَّرَ آخَرُ مِنْ زَنْدَقَةِ صَاحِبِهِ فَقَالَ: قَالَ اللَّهُ تَعَالَى: {مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدْنَى مِنْ ذَلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَمَا كَانُوا ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ} .
অনুবাদঃ অতঃপর তাদের কেউ কেউ এই বিষয়ে ধর্মদ্রোহিতার এমন শব্দ দ্বারা যুক্তি পেশ করলো, যা উল্লেখ করতে আমি শঙ্কিত। আর অন্য একজন তার সঙ্গীর ধর্মদ্রোহিতা থেকে আড়াল/আবরণ দিলো, অতঃপর সে বললো: আল্লাহ তা'আলা বলেছেন: {যখন তিনজনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয়, তখন তিনি তাদের চতুর্থ জন থাকেন। আর যখন পাঁচজনের মধ্যে হয়, তখন তিনি তাদের ষষ্ঠ জন থাকেন। আর এর চেয়ে কম হোক বা বেশি হোক, তারা যেখানেই থাকুক না কেন, তিনি তাদের সাথে থাকেন। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদের জানিয়ে দেবেন যা তারা করেছে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত।}
[নোটঃ AI দ্বারা অনূদিত]