الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (73)


73 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، ثنا حَمَّادٌ وَهُوَ ابْنُ سَلَمَةَ، ثنا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أُسْرِيَ بِهِ مَرَّتْ رَائِحَةٌ طَيِّبَةٌ، فَقَالَ: «يَا جِبْرِيلُ مَا هَذِهِ الرَّائِحَةُ؟» ، فَقَالَ: هَذِهِ رَائِحَةُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ وَأَوْلَادِهَا، كَانَتْ تُمَشِّطُهَا، فَوَقَعَ الْمُشْطُ مِنْ يَدِهَا، فَقَالَتْ: بِسْمِ اللَّهِ فَقَالَتِ ابْنَتُهُ: أَبِي؟ قَالَتْ: لَا، وَلَكِنْ رَبِّي وَرَبُّ أَبِيكِ اللَّهُ، فَقَالَتْ أُخْبِرُ بِذَلِكَ أَبِي؟ فَقَالَتْ: نَعَمْ، فَأَخْبَرَتْهُ، فَدَعَا بِهَا، فَقَالَ: مَنْ رَبُّكِ؟، هَلْ لَكِ رَبٌّ غَيْرِي؟ قَالَتْ: رَبِّي وَرَبُّكَ الَّذِي فِي السَّمَاءِ، فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاسٍ فَأُحْمِيَتْ، ثُمَّ دَعَا بِهَا وَبِوَلَدِهَا فَأَلْقَاهُمْ فِيهَا. وَسَاقَ أَبُو سَلَمَةَ الْحَدِيثَ بِطُولِهِ




অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মি'রাজে (ইসরা) নেওয়া হয়েছিল, তখন একটি সুগন্ধি পাশ দিয়ে যাচ্ছিল। তখন তিনি বললেন, “হে জিবরীল! এই সুগন্ধি কিসের?” তখন তিনি বললেন, “এটি হলো ফিরআউনের মেয়ের চুল বিন্যাসকারিনী (মাশিতা) এবং তার সন্তানদের সুগন্ধি। সে (মাশিতা) তার (ফিরআউনের কন্যা) চুল আঁচড়ে দিচ্ছিল। তখন চিরুনি তার হাত থেকে পড়ে গেল। সে (মাশিতা) বলল: বিসমিল্লাহ। তখন তার (ফিরআউনের) কন্যা বলল: আমার বাবা? সে (মাশিতা) বলল: না, বরং আমার রব এবং তোমার বাবার রব হলেন আল্লাহ। সে (কন্যা) বলল: আমি কি এ ব্যাপারে আমার বাবাকে জানিয়ে দেব? সে (মাশিতা) বলল: হ্যাঁ। অতঃপর সে (কন্যা) তাকে (ফিরআউনকে) জানিয়ে দিল। তখন সে (ফিরআউন) তাকে (মাশিতাকে) ডাকল এবং বলল: তোমার রব কে? আমার ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে? সে বলল: আমার রব এবং আপনার রব যিনি আসমানে রয়েছেন। তখন সে (ফিরআউন) তামার তৈরি একটি গরুর মূর্তি আনার আদেশ দিল, অতঃপর সেটিকে উত্তপ্ত করা হলো, এরপর তাকে এবং তার সন্তানদেরকে ডাকা হলো এবং তাদেরকে তার মধ্যে নিক্ষেপ করা হলো। আর আবূ সালামা পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]