الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
8 - ثُمَّ نَدَبَهُمْ جَمِيعًا إِلَى أَنْ يَأْتُوا بِمِثْلِهِ تَخَرُّصًا وَتَعَلُّمًا مِنَ الْخُطَبَاءِ وَالشُّعَرَاءِ وَغَيْرِهِمْ إِنْ كَانُوا صَادِقِينَ؛ فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى: {فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ} [سورة: هود، آية رقم: 13] ، وَيَأْتُوا بِسُورَةٍ مِثْلِهِ، {وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقًُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ} [سورة: البقرة، آية رقم: 23] .
অনুবাদঃ অতঃপর তিনি (আল্লাহ) তাদের সকলকেই আহ্বান জানালেন যে, বক্তা, কবি এবং অন্যান্যদের কাছ থেকে অনুমান ও শিক্ষা নিয়ে এর (কুরআনের) মতো কিছু নিয়ে আসতে, যদি তারা সত্যবাদী হয়। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বললেন: "সুতরাং তোমরা এর মতো দশটি মিথ্যা উদ্ভাবিত সূরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।" [সূরা: হূদ, আয়াত নং: ১৩]। আর এর মতো একটি সূরা নিয়ে আসুক: "আর আমরা আমাদের বান্দার প্রতি যা নাযিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে কোনো সন্দেহে থাকো, তবে তোমরা এর মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু যদি তোমরা তা না করো— আর তোমরা কখনোই তা করতে পারবে না— তবে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।" [সূরা: আল-বাকারা, আয়াত নং: ২৩]।
[নোটঃ AI দ্বারা অনূদিত]