الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
9 - فَلَمْ يَقْدِرِ الْجِنُّ وَالْإِنْسُ عَرَبُهَا وَعَجَمُهَا، مِنْ عَبَدَةِ الْأَوْثَانِ، وَعُلَمَاءِ أَهْلِ الْكِتَابَيْنِ أَنْ يَأْتُوا بِسُورَةٍ وَلَا بِبَعْضِ سُورَةٍ، وَلَوْ عَلِمُوا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا لَدَعَوْا شُهَدَاءَهُمْ إِلَى ذَلِكَ، وَبَذَلُوا فِيهَا الرَّغَائِبَ مِنَ الْأَمْوَالِ وَغَيْرِهَا لِخُطَبَائِهِمْ وَشُعَرَائِهِمْ، وَأَحْبَارِهِمْ، وَأَسَاقِفَتِهِمْ، وَكَهَنَتِهِمْ وَسَحَرَتِهِمْ أَنْ يَأْتُوا بِسُورَةٍ مِثْلِهَا، تَصْدِيقًا لِمَا ادَّعَوْا مِنَ الزُّورِ تَكْذِيبًا بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّى يَأْتِي الْمَخْلُوقُ بِمِثْلِ كَلَامِ الْخَالِقِ؟ وَكَيْفَ يَقْدِرُ عَلَيْهِ؟ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {وَلَنْ تَفْعَلُوا} [سورة: البقرة، آية رقم: 24] فَلَنْ تَفْعَلُوا إِلَى يَوْمِ الْقِيَامَةِ، فَكَمَا أَنَّهُ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ فَلَيْسَ كَكَلَامِهِ كَلَامٌ.
-[21]-
অনুবাদঃ অতঃপর জিন ও ইনসান, তাদের আরব ও অনারব কেউ সক্ষম হয়নি—মূর্তিপূজকদের মধ্য থেকে এবং উভয় কিতাবের (তাওরাত ও ইঞ্জিল) জ্ঞানীদের মধ্য থেকে—তারা একটি সূরা বা সূরার কিছু অংশও রচনা করে আনতে। যদি তারা জানত যে তারা এর উপর সক্ষম, তবে তারা তাদের সাক্ষীদেরকে সেদিকে আহ্বান করত, এবং এর জন্য অর্থ-সম্পদসহ অন্যান্য লোভনীয় বস্তু ব্যয় করত তাদের বক্তা, কবি, পণ্ডিত, ধর্মগুরু (অ্যাসিকিফা), ভবিষ্যদ্বক্তা ও জাদুকরদের জন্য, যাতে তারা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসতে পারে। তাদের মিথ্যা দাবিকে সত্য প্রতিপন্ন করার জন্য এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রমাণ করার জন্য। সৃষ্টজীব কীভাবে সৃষ্টিকর্তার বাণীর অনুরূপ কিছু নিয়ে আসবে? এবং কীভাবে তারা এর উপর সক্ষম হবে? অথচ আল্লাহ তাআলা বলেছেন: "আর তোমরা তা কখনোই করতে পারবে না।" [সূরা: আল-বাকারা, আয়াত সংখ্যা: ২৪] সুতরাং কিয়ামত দিবস পর্যন্ত তোমরা তা করতে পারবে না। যেমন তাঁর (আল্লাহর) অনুরূপ কিছু নেই, তেমনি তাঁর বাণীর (কুরআনের) মতো কোনো বাণীও নেই।
[নোটঃ AI দ্বারা অনূদিত]