الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (85)


85 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ أَبِي لَيْلَى، ثنا مُوسَى أَبُو مُحَمَّدٍ، مِنْ مَوَالِي عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: وَكَانَ مِنْ خِيَارِ النَّاسِ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: خَطَبَ عَلِيٌّ النَّاسَ الْخُطْبَةَ الَّتِي لَمْ يَخْطُبْ بَعْدَهَا، فَقَالَ: « الْحَمْدُ لِلَّهِ الَّذِي دَنَا فِي عُلُوِّهِ، وَنَاءَ فِي دُنُوِّهِ، لَا يَبْلُغُ شَيْءٌ مَكَانَهُ، وَلَا يَمْتَنِعُ عَلَيْهِ شَيْءٌ أَرَادَهُ»




অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি লোকদের উদ্দেশ্যে এমন এক ভাষণ দিলেন যার পরে তিনি আর কোনো ভাষণ দেননি। অতঃপর তিনি বললেন: "সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার উচ্চতার (মহিমার) মধ্যে নৈকট্য লাভ করেন, এবং তার নৈকট্যের (নিকটবর্তী হওয়ার) মধ্যে দূরবর্তী হন। কোনো কিছুই তাঁর অবস্থানে পৌঁছতে পারে না, আর তিনি যা ইচ্ছা করেন, তা থেকে কোনো কিছুই তাকে নিবৃত্ত করতে পারে না।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]