الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (86)


86 - حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، ثنا ابْنُ الْمُبَارَكِ، أَنْبَأَ سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، ثنا رَجُلٌ، مِنْ أَهْلِ الشَّامِ، وَكَانَ يَتْبَعُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَيَسْمَعُ مِنْهُ، قَالَ: كُنْتُ مَعَهُ فَلَقِيَ نَوْفًا، فَقَالَ نَوْفٌ: ذُكِرَ لَنَا أَنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِمَلَائِكَتِهِ: ادْعُوا لِي عِبَادِي، فَقَالُوا: يَا رَبِّ كَيْفَ وَالسَّمَوَاتُ السَّبْعُ دُونَهُمْ، وَالْعَرْشُ فَوْقَ ذَلِكَ؟ قَالَ: إِنَّهُمْ إِذَا قَالُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدِ اسْتَجَابُوا لِي "
قَالَ: يَقُولُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ، أَوْ قَالَ غَيْرَهَا، شَكَّ سُلَيْمَانُ، فَقَعَدَ رَهْطٌ أَنَا فِيهِمْ يَنْتَظِرُونَ الصَّلَاةَ الْأُخْرَى، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْرِعُ الْمَشْيَ، كَأَنِّي أَنْظُرُ إِلَى رَفْعِهِ إِزَارَهُ كَيْ يَكُونَ أَخَفَّ لَهُ فِي الْمَشْيِ، فَانْتَهَى إِلَيْنَا، فَقَالَ: " أَلَا أَبْشِرُوا، هَذَا رَبُّكُمْ أَمَرَ بِبَابٍ فِي السَّمَاءِ الْوُسْطَى، أَوْ قَالَ: بَابُ السَّمَاءِ، فَفَتَحَهُ، فَفَاخَرَ بِكُمُ الْمَلَائِكَةَ، فَقَالَ: انْظُرُوا إِلَى عِبَادِي، أَدَّوْا حَقًّا مِنْ حَقِّي، ثُمَّ انْتَظَرُوا -[59]- أَدَاءَ حَقٍّ آخَرَ يُؤَدُّونَهُ "




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

(শামের লোকটি) বলেন: আমি তাঁর (আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের) সাথে ছিলাম, তখন তিনি নওফ-এর সাথে সাক্ষাৎ করলেন। তখন নওফ বললেন: আমাদের কাছে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তাঁর ফেরেশতাদের বললেন: তোমরা আমার বান্দাদের জন্য দোয়া করো। তারা (ফেরেশতারা) বললেন: হে রব! কীভাবে? সাত আসমান তাদের নিচে, আর আরশ তারও উপরে? আল্লাহ বললেন: নিশ্চয়ই তারা যখন ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে, তখন তারা আমার ডাকে সাড়া দিয়েছে।

আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মাগরিবের সালাত আদায় করলাম— অথবা তিনি (বর্ণনাকারী) অন্য কোনো সালাতের কথা বলেছেন (সুলাইমানের সন্দেহ)। অতঃপর একদল লোক বসে রইল, যাদের মধ্যে আমিও ছিলাম, তারা পরের সালাতের (ইশার) জন্য অপেক্ষা করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্রুত হেঁটে আসলেন, আমি যেন তাঁর হাঁটতে সুবিধা করার জন্য নিজের লুঙ্গি (ইযার) উপরে উঠিয়ে নেওয়া দেখতে পাচ্ছিলাম। তিনি আমাদের কাছে এসে থামলেন। অতঃপর তিনি বললেন: “তোমরা কি সুসংবাদ চাও না? তোমাদের এই রব মধ্যবর্তী আসমানের একটি দরজা খোলার আদেশ দিলেন— অথবা তিনি (বর্ণনাকারী) বললেন: আসমানের দরজা— অতঃপর তিনি (আল্লাহ) তা খুলে দিলেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করলেন। তিনি বললেন: তোমরা আমার বান্দাদের দিকে তাকাও, তারা আমার একটি হক (অধিকার/কর্তব্য) আদায় করেছে। অতঃপর তারা অন্য আরেকটি হক আদায়ের অপেক্ষায় আছে, যা তারা আদায় করবে।”

[নোটঃ AI দ্বারা অনূদিত]