الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (97)


97 - قَالَ أَبُو سَعِيدٍ رَحِمَهُ اللَّهُ: فَإِلَى مَنْ تُرْفَعُ الْأَعْمَالُ، وَاللَّهُ بِزَعْمِكُمُ الْكَاذِبِ مَعَ الْعَامِلِ بِنَفْسِهِ فِي بَيْتِهِ، وَمَسْجِدِهِ، وَمُنْقَلَبِهِ، وَمَثْوَاهُ؟ تَعَالَى اللَّهُ عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا.




অনুবাদঃ আবূ সাঈদ (রাহিমাহুল্লাহ) বলেন: তাহলে আমলসমূহ কার নিকট পেশ করা হবে? অথচ আল্লাহ, তোমাদের মিথ্যা ধারণা অনুসারে, আমলকারীর সাথেই তার ঘরে, তার মসজিদে, তার প্রত্যাবর্তনস্থলে এবং তার স্থায়ী নিবাসে স্বয়ং (তাঁর সত্তা দ্বারা) বিদ্যমান রয়েছেন? আল্লাহ তাআলা তারা যা বলে, তা থেকে অনেক মহান ও সুউচ্চ।

[নোটঃ AI দ্বারা অনূদিত]