مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (111)
111 - عَنِ الثَّوْرِيِّ، عَنْ جَابِرٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ فِي رَجُلٍ صَلَّى وَفِي خُفَّيْهِ نَتْنٌ؟ قَالَ: «يُعِيدُ»
অনুবাদঃ আমের আশ-শা’বী থেকে বর্ণিত, এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যিনি তাঁর মোজা (খুফ্ফ) পরিধান করে সালাত আদায় করেছেন, অথচ তাতে দুর্গন্ধ (বা অপবিত্রতা) ছিল? তিনি বললেন: তাকে সালাত পুনরায় আদায় করতে হবে।