مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (110)
110 - عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: سَأَلَ إِنْسَانٌ عَطَاءً قَالَ: سَأَلْتُ: مَسِسْتُ نَعْلِي فِي الصَّلَاةِ فَوَقَعَتْ يَدِي عَلَى قَشْبٍ أُعِيدُ صَلَاتِي؟ قَالَ: «لَا»
অনুবাদঃ ইবনু জুরাইজ থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি আতা’কে জিজ্ঞাসা করল। (প্রশ্নকারী) বলল: আমি সালাতের মধ্যে আমার জুতা স্পর্শ করেছিলাম, ফলে আমার হাত অপবিত্র বস্তুর উপর পড়ল। আমি কি আমার সালাত পুনরায় আদায় করব? তিনি (আতা’) বললেন: "না।"