مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (38)
38 - عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: مِنْ أَيْنَ تَرَى الْأُذُنَيْنِ؟ قَالَ: «مِنَ الرَّأْسِ» قَالَ: «وَأَمْسَحُهُمَا مَعَ الْوَجْهِ كُلَّمَا أَفْرَغْتُ عَلَى وَجْهِي»، قُلْتُ: أَحَقٌّ عَلَيَّ أَنْ أُخْرِجَ وَسَخَ الْأُذُنَيْنِ؟ قَالَ: «لَا»
অনুবাদঃ ইবনু জুরাইজ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আতা (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করলাম: (ওযুর সময়) আপনি কানদ্বয়কে কোথা থেকে গণ্য করেন? তিনি বললেন: মাথা থেকে। তিনি (আতা) আরও বলেন: যখনই আমি আমার মুখে পানি ঢালি, তখনই আমি কানদ্বয় মাসাহ করি। আমি (ইবনু জুরাইজ) জিজ্ঞেস করলাম: কানের ময়লা (খুতরী) বের করা কি আমার জন্য বাধ্যতামূলক? তিনি বললেন: না।