مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক
مصنف عبد الرزاق (39)
39 - عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: كَيْفَ يَمْسَحُ الْأَصْلَعُ؟ قَالَ: «يَمْسَحُ رَأْسَهُ كُلَّهُ مَا فِيهِ شَعْرٌ، وَمَا هُوَ أَصْلَعُ مِنْهُ يُصِيبُهُ الْمَاءُ مَا أَصَابَ، وَيُخْطِئُ مَا أَخْطَأَ وَلَيْسَ عَلَيْهِ أَنْ يُنَقِّيَهُ»
অনুবাদঃ ইবনু জুরেইজ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আত্বাকে জিজ্ঞেস করলাম: টাক মাথার ব্যক্তি কীভাবে মাসাহ (মাথা মোছা) করবে? তিনি বললেন, সে তার পুরো মাথা মাসাহ করবে, যেই অংশে চুল আছে সেটিও এবং যেই অংশ টাক সেটিও। পানি যতটুকু পৌঁছায় ততটুকুই পৌঁছাল, আর যতটুকু না পৌঁছায় ততটুকুই (ক্ষমা)। আর তাকে এটি (টাক স্থানটি) বিশেষভাবে পরিষ্কার করার প্রয়োজন নেই।