الحديث


مصنف ابن أبي شيبة
Musannaf Ibn Abi Shaybah
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ





مصنف ابن أبي شيبة (40679)


حدثنا أبو معاوية عن الأعمش عن شقيق أبي وائل قال: قال سهل ابن حنيف يوم صفين: أيها الناس اتهموا رأيكم، فإنه واللَّه ما وضعنا سيوفنا على عواتقنا
مع رسول اللَّه ﷺ لأمر (يفظعنا)(1) إلا أسهلن بنا إلى أمر (نعرفه)(2) غير هذا(3).




অনুবাদঃ সাহল ইবনে হুনাইফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি সিফফিনের যুদ্ধের দিন বলেন:

হে লোক সকল, তোমরা তোমাদের নিজেদের মতামতকে সন্দেহ করো (বা বিচারবুদ্ধির ওপর নির্ভর করো না)। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কোনো ভীতিকর বা কঠিন পরিস্থিতির জন্য আমরা যখনই আমাদের কাঁধে তলোয়ার রেখেছি (অর্থাৎ যুদ্ধ করেছি), তখনই তা আমাদেরকে এই (বর্তমান) পরিস্থিতি থেকে ভিন্ন এক সুপরিচিত পরিণতির দিকে সহজে নিয়ে গেছে, যা আমরা (কল্যাণ হিসেবে) চিনতাম।




تحقيق: الشيخ سعد بن ناصر الشثري

(1) في [ع]: (يقطعنا)، وفي [جـ]: (فظعنا).
(2) في [هـ]: (تعرفه).
(3) صحيح؛ أخرجه البخاري (3181)، ومسلم (1785).