الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (53)


53 - عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، وَالْحَسَنِ، قَالَا: فِي هَذِهِ الْآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ}، قَالَا: «تَمْسَحُ الرِّجْلَيْنِ»




অনুবাদঃ ইকরিমাহ ও হাসান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তারা দুজন এই আয়াত সম্পর্কে বলেছেন: "হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসেহ করো এবং তোমাদের পা গ্রন্থি পর্যন্ত (ধৌত করো)।" [আল-মায়েদা ৫:৬]। তারা দুজন বলেন: "পা মাসেহ করতে হবে।"