الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (54)


54 - عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ، أَوْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «افْتَرَضَ اللَّهُ غَسْلَتَيْنِ وَمَسْحَتَيْنِ أَلَا تَرَى أَنَّهُ ذَكَرَ التَّيَمُّمَ فَجَعَلَ مَكَانَ الْغَسْلَتَيْنِ مَسْحَتَيْنِ وَتَرَكَ الْمَسْحَتَيْنِ». وَقَالَ رَجُلٌ لِمَطَرٍ الْوَرَّاقِ: مَنْ كَانَ يَقُولُ: الْمَسْحُ عَلَى الرِّجْلَيْنِ؟ فَقَالَ: فُقَهَاءُ كَثِيرٌ




অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, "আল্লাহ দু’টি ধৌতকরণ (গোসলতাইন) এবং দু’টি মাসেহ (মাসহাতাইন) ফরয করেছেন। তুমি কি দেখো না যে, যখন তিনি তায়াম্মুমের উল্লেখ করেছেন, তখন ধৌতকরণের দু’টির স্থলে মাসেহকে মাসেহে পরিণত করেছেন এবং (মূল উযূর) দু’টি মাসেহকে বাদ দিয়েছেন (ছেড়ে দিয়েছেন)?" একজন লোক মাত্বার আল-ওয়াররাককে জিজ্ঞেস করলো: "কে কে পায়ের উপর মাসেহ করার কথা বলতেন?" তিনি বললেন: "অনেক ফকীহ (ইসলামী আইনজ্ঞ)।"