الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (76)


76 - عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَغْسِلُ قَدَمَيْهِ بِأَكْثَرَ وَضُوئِهِ " قَالَ عَبْدُ الرَّزَّاقِ: «وَوَضَّأْتُ أَنَا الثَّوْرِيَّ فَرَأَيْتُهُ يَفْعَلُ ذَلِكَ يَغْسِلُهُمَا فَيُكْثِرُ»




অনুবাদঃ ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি তাঁর ওযুর সবচেয়ে বেশি পানি তাঁর দুই পা ধোয়ার জন্য ব্যবহার করতেন। আব্দুর রাযযাক (রাহিমাহুল্লাহ) বলেন, “আমি সুফিয়ান আস-সাওরীর জন্য ওযুর ব্যবস্থা করেছিলাম, তখন আমি তাকে দেখলাম যে তিনিও এমনটিই করছেন—তিনি তাঁর দুই পা ধুতেন এবং বেশি পানি ব্যবহার করতেন।”