الحديث


مصنف عبد الرزاق
Musannaf Abdur Razzaq
মুসান্নাফ আব্দুর রাযযাক





مصنف عبد الرزاق (89)


89 - عَنْ مَعْمَرٍ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ قَالَ: كُنَّا نَدْخُلُ عَلَى أَبِي الْعَالِيَةِ الرِّيَاحِيِّ فَنَتَوَضَّأُ فَيَقُولُ: «أَمَا تَوَضَّئُونَ فِي رِحَالِكُمْ؟» فَنَقُولُ: بَلَى وَلَكِنَّا نَطَأُ فِي الْقَشْبِ قَالَ: «فَلَا وُضُوءَ عَلَيْكُمْ، أَلَا أُخْبِرُكُمْ بِأَشَدَّ مِنْ ذَاكُمْ، إِنَّ الرِّيحَ تُطَيِّرُهُ عَلَيْهِ فِي رُءُوسِكُمْ وَلِحَاكُمْ»




অনুবাদঃ আসিম ইবনে সুলাইমান থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা আবূল আলিয়াহ আর-রিয়াহীর নিকট প্রবেশ করতাম এবং (সেখানে) উযূ করতাম। তখন তিনি বলতেন: "তোমরা কি তোমাদের নিজেদের বাসস্থানে উযূ করো না?" আমরা বলতাম: "নিশ্চয়ই করি, তবে আমরা (পথ চলতে) অপবিত্র বস্তুর (বা ময়লা-আবর্জনার) উপর দিয়ে হেঁটে আসি।" তিনি বললেন: "তাহলে তোমাদের উপর (নতুন করে) উযূ (করার প্রয়োজন) নেই। আমি কি তোমাদেরকে এর চেয়েও কঠিন কোনো বিষয় সম্পর্কে অবহিত করব না? নিশ্চয়ই বাতাস সেই (ময়লা/ধুলো) তোমাদের মাথা ও দাড়ির উপর উড়িয়ে নিয়ে আসে।"