الحديث


أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী





أخبار مكة للفاكهي (24)


24 - قَالَ ابْنُ جُرَيْجٍ : وَأَخْبَرَنِي عَطَاءٌ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو , وَكَعْبِ الأَحْبَارِ , أَنَّهُمَا قَالا : ` لَوْلا مَا يُمْسَحُ بِهِ مِنَ الأَرْجَاسِ فِي الْجَاهِلِيَّةِ مَا مَسَّهُ ذُو عَاهَةٍ إِلا شُفِيَ، وَمَا مِنَ الْجَنَّةِ مِنْ شَيْءٍ فِي الأَرْضِ إِلا هُوَ ` *




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও কাব আল-আহবার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তারা উভয়েই বলেছেন:

যদি জাহিলিয়াতের যুগে এর দ্বারা নোংরা ও অপবিত্র জিনিস মোছা না হতো, তাহলে কোনো ত্রুটিপূর্ণ বা অসুস্থ ব্যক্তি তাকে স্পর্শ করলে অবশ্যই আরোগ্য লাভ করতো। আর এটি ছাড়া জান্নাতের অন্য কোনো বস্তু পৃথিবীতে নেই।