أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
2881 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ , قَالَ : ثنا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ , قَالَ : لَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْبَيْعَةِ عِنْدَ الشَّجَرَةِ، كَانَ أَوَّلَ مَا انْتَهَى إِلَيْهِ مِنَ النَّاسِ أَبُو سِنَانٍ الأَسَدِيُّ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` عَلامَ تُبَايِعُنِي ؟ قَالَ : ` عَلَى مَا فِي نَفْسِكَ ` . قَالَ سُفْيَانُ : وَهِيَ بَيْعَةُ الرِّضْوَانِ، ثُمَّ قَرَأَ : لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ سورة الفتح آية *
অনুবাদঃ শা’বী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বাইয়াতের জন্য আহ্বান করলেন, তখন মানুষের মধ্যে সর্বপ্রথম যিনি তাঁর কাছে আসলেন, তিনি হলেন আবু সিনান আল-আসাদী। অতঃপর তিনি (নবী ﷺ) জিজ্ঞেস করলেন, “তুমি কিসের ওপর আমার কাছে বাইয়াত গ্রহণ করবে?” তিনি বললেন, “যা আপনার অন্তরে আছে, তার ওপর।” বর্ণনাকারী সুফিয়ান বলেন, এটিই হলো ‘বাইয়াতুর রিদওয়ান’। এরপর তিনি এই আয়াত পাঠ করলেন: “নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যখন তারা গাছের নিচে আপনার কাছে বাইয়াত গ্রহণ করেছিল।” (সূরা আল-ফাতহ)