أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
2884 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ , قَالَ : ثنا زَيْدُ بْنُ الْمُبَارَكِ , قَالَ : ثنا ابْنُ ثَوْرٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، فِي قَوْلِهِ تَعَالَى : ` يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ سورة الفتح آية , قَالَ سَمُرَةٌ : كَانَتْ بِالْحُدَيْبِيَةِ، فَكَانَتْ هَذِهِ الشَّجَرَةُ يُعْرَفُ مَوْضِعُهَا وَيُؤْتَى هَذَا الْمَسْجِدُ، حَتَّى كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَبَلَغَهُ أَنَّ النَّاسَ يَأْتُونَهَا وَيُصَلُّونَ عِنْدَهَا فِيمَا هُنَالِكَ وَيُعَظِّمُونَهَا , فَرَأَى أَنَّ ذَلِكَ مِنْ فِعْلِهِمْ حَدَثٌ ` *
অনুবাদঃ সামুরা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহ তাআলার বাণী— “তারা আপনার হাতে বায়আত গ্রহণ করছিল ঐ গাছের নিচে” (সূরা আল-ফাতহ: ১৮)— সম্পর্কে তিনি বলেন, সেই গাছটি হুদায়বিয়ায় ছিল। এই গাছটির স্থান পরিচিত ছিল এবং মানুষ এই [আশপাশের] মসজিদে আসত। অবশেষে যখন উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সময় এলো, তখন তাঁর কাছে এই খবর পৌঁছল যে, লোকেরা সেই স্থানে আসছে, সেখানে সালাত আদায় করছে এবং সেটিকে অতিশয় সম্মান দেখাচ্ছে। ফলে তিনি মনে করলেন যে, তাদের এই কাজ একটি নতুন প্রবর্তিত বিষয় (বিদআত)।