أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
2892 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْوَاسِطِيُّ , قَالَ : ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ : أنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ , قَالَ : ` لَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْحُدَيْبِيَةِ نَزَلَتْ : إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا إِلَى قَوْلِهِ عَزَّ وَجَلَّ : وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا سورة الفتح آية -، فَقَالَ الْمُسْلِمُونَ : يَا رَسُولَ اللَّهِ , هَنِيئًا لَكَ مَا أَعْطَاكَ اللَّهُ تَعَالَى، فَمَا لَنَا ؟ قَالَ : فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ : لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ إِلَى قَوْلِهِ عَزَّ وَجَلَّ : وَكَانَ ذَلِكَ عِنْدَ اللَّهِ فَوْزًا عَظِيمًا سورة الفتح آية ` *
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফিরছিলেন, তখন এই আয়াত নাযিল হয়: "নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি (ইন্না ফাতাহ্না লাকা ফাতহাম মুবিনা...)" থেকে পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ তাআলার বাণী "এবং আপনাকে সরল পথে পরিচালিত করবেন (ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা)" পর্যন্ত (সূরা আল-ফাতহ)।
তখন মুসলিমগণ বললেন: ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তাআলা আপনাকে যা দান করেছেন, তার জন্য আপনাকে অভিনন্দন! কিন্তু আমাদের জন্য কী আছে?
তিনি (আনাস রাঃ) বলেন: তখন পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ নাযিল করলেন: "যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে প্রবেশ করান জান্নাতসমূহে, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত..." থেকে মহান আল্লাহ তাআলার বাণী "আর এটি আল্লাহর কাছে মহা সাফল্য (ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওযান আজীমা)" পর্যন্ত (সূরা আল-ফাতহ)।