الحديث


أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী





أخبار مكة للفاكهي (2903)


2903 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الْجَوَّازُ قَالَ : ثنا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ قَالَ : ` لَيْسَ يَدْخُلُ مِنْ مَكَّةَ الْحَرَمَ إِلَى الْحِلِّ إِلا مِنْ شِعْبَةٍ وَاحِدَةٍ يَعْنِي السَّيْلَ , قَالَ : وَأَقُولُ أَنَا : يَعْنِي بِهِ وَادِيَ نَبْعَةَ هَذَا، وَاللَّهُ أَعْلَمُ ` , بُحَيْرَةُ الْمَدَرَةِ وَبُحَيْرَةُ الأَصْفَرِ وَالرَّغْبَاءِ مَا أَقْبَلَ عَلَى مَرِّ الظَّهْرَانِ فَحِلٌّ، وَمَا أَقْبَلَ عَلَى الْمُرَيْرِ فَحَرَمٌ *




অনুবাদঃ ইবনু আবী নাজীহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:

মক্কা থেকে হারাম শরীফ হিল্লের (হারামের বাইরের সাধারণ এলাকা) মধ্যে প্রবেশ করে না, একটি মাত্র গিরিপথ ছাড়া, অর্থাৎ আস-সাইল।

বর্ণনাকারী বলেন: আর আমি বলি, এর দ্বারা উদ্দেশ্য হলো এই ওয়া’দি না’বা (না’বা উপত্যকা)। আল্লাহই সর্বাধিক অবগত।

বুহাইরাতুল মাদারাহ, বুহাইরাতুল আসফার এবং রাগবা—এর যে অংশ মাররুয যাহরানের দিকে মুখ করে থাকে, তা হলো হিল্ল (সাধারণ এলাকা)। আর যে অংশ আল-মুরাইরের দিকে মুখ করে থাকে, তা হলো হারাম (পবিত্র এলাকা)।