أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
40 - وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي سَلَمَةَ , قَالَ : ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْوَاقِدِيُّ , قَالَ : ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَخِي ابْنُ شِهَابٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا , قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى ثَلاثَةِ أَشْوَاطٍ، وَكَانَ إِذَا اسْتَلَمَ الرُّكْنَ، قَالَ : بِسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، إِيمَانًا بِاللَّهِ وَتَصْدِيقًا بِمَا جَاءَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَقُولُ فِيمَا بَيْنَ الرُّكْنَيْنِ : الْيَمَانِيِّ وَالأَسْوَدِ : رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ ` *
অনুবাদঃ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজারে আসওয়াদ থেকে শুরু করে প্রথম তিন চক্করে ‘রমল’ (দ্রুত পদক্ষেপে হাঁটা) করতেন। আর যখন তিনি রুকন (হাজারে আসওয়াদ) স্পর্শ করতেন, তখন বলতেন: "বিসমিল্লাহি, আল্লাহু আকবার।" (তিনি এটি করতেন) আল্লাহর প্রতি ঈমান এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন তার সত্যতা স্বীকারের উদ্দেশ্যে।
আর তিনি দুই রুকন—রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদ-এর মধ্যবর্তী স্থানে বলতেন: "রাব্বানা আ-তিনা ফিদ্ দুনইয়া হাসানাতাওঁ ওয়া ফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা আ’যাবান্নার।" (অর্থাৎ, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।)