الحديث


أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী





أخبار مكة للفاكهي (56)


56 - حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ : ثنا سُفْيَانُ , قَالَ : ` حَجَجْتُ سَنَةَ كَذَا وَكَذَا، لَمْ أَحْفَظْ أَيَّ سَنَةٍ ذَكَرَ، فَمَا كَانَ أَكْثَرُ كَلامِ النَّاسِ عِنْدَ الرُّكْنِ إِلا : صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَبِينَا إِبْرَاهِيمَ ` قِيلَ لِسُفْيَانَ وَأَنْتَ تَقُولُهُ الْيَوْمَ ؟ قَالَ : ` نَعَمْ، إِنْ ذَكَرْتُهُ ` *




অনুবাদঃ সুফিয়ান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:

আমি অমুক অমুক বছর হজ করেছিলাম (কোন বছর তিনি উল্লেখ করেছিলেন, তা আমি [অন্য বর্ণনাকারী] মনে রাখতে পারিনি)। রুক্‌ন (হাজরে আসওয়াদ সংলগ্ন স্থান)-এর কাছে মানুষের সবচেয়ে বেশি যে কথাটি হতো, তা ছিল: ‘সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, ওয়া আলা আবীনা ইবরাহীম’ (আল্লাহ্‌ তা‘আলা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর এবং আমাদের পিতা ইবরাহীম (আঃ)-এর উপর দরূদ পেশ করুন)।

সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আজও এটি বলেন? তিনি বললেন: হ্যাঁ, যদি আমার মনে আসে।