أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
أخبار مكة للفاكهي (70)
70 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ , قَالَ : ثنا سَعِيدٌ، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، قَالَ : إِنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ` كَانَ إِذَا أَتَى الرُّكْنَ فَوَجَدَهُمْ يَزْدَحِمُونَ عَلَيْهِ اسْتَقْبَلَ وَدَعَا ثُمَّ طَافَ، وَإِذَا رَأَى خَلْوَةً اسْتَلَمَهُ ` *
অনুবাদঃ আব্দুর রহমান ইবনে আওফ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি যখন রুকন (হাজারে আসওয়াদের কোণ) এর কাছে আসতেন এবং দেখতেন যে লোকেরা সেটির ওপর ভিড় করছে (বা ঠেলাঠেলি করছে), তখন তিনি রুকনের দিকে মুখ করে দাঁড়াতেন এবং দু’আ করতেন। অতঃপর তিনি তাওয়াফ করতেন। আর যখন তিনি ফাঁকা দেখতেন, তখন তিনি তা ইসতিলাম (স্পর্শ বা চুম্বন) করতেন।