أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
83 - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ , قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، وَوَكِيعٌ، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ , قَالَ : ثنا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ , قَالَ : ` رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا جَاءَ مُسَبِّدًا رَأْسَهُ حَتَّى أَتَى الرُّكْنَ فَسَجَدَ عَلَيْهِ، ثُمَّ قَبَّلَهُ، ثُمَّ سَجَدَ عَلَيْهِ، ثُمَّ قَبَّلَهُ، ثُمَّ سَجَدَ عَلَيْهِ، ثُمَّ قَبَّلَهُ ` *
অনুবাদঃ মুহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে দেখলাম যে, তিনি তাঁর চুল পরিপাটি ও তেল মাখা অবস্থায় আসলেন এবং (কাবা শরীফের) রুকন (কোণ)-এর নিকট পৌঁছালেন। অতঃপর তিনি এর উপর সিজদা করলেন এবং এটিকে চুম্বন করলেন। আবার তিনি এর উপর সিজদা করলেন এবং এটিকে চুম্বন করলেন। আবার তিনি এর উপর সিজদা করলেন এবং এটিকে চুম্বন করলেন।