المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী
21189 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الدَّبَرِيُّ ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، قَالَ : أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ، عَنْ مُقَاضَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَهُودَ خَيْبَرَ ، عَلَى أَنَّ لَنَا نِصْفَ الثَّمَرِ ، وَلَكُمْ نِصْفُهُ ، وَيَكْفُونَا الْعَمَلَ ، حَتَّى إِذَا طَابَ ثَمَرُهُمْ ، أَتَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالُوا : إِنَّ ثَمَرَنَا قَدْ طَابَ ، فَابْعَثْ خَارِصًا يَخْرُصُ بَيْنَنَا وَبَيْنِكَ ، فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ ، فَلَمَّا طَافَ فِي نَخْلِهِمْ ، فَنَظَرَ إِلَيْهِ ، قَالَ : وَاللَّهِ مَا أَعْلَمُ مِنْ خَلْقِ اللَّهِ أَحَدًا أَعْظَمَ فِرْيَةً عَلَى اللَّهِ ، وَأَعْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْكُمْ ، وَاللَّهِ مَا خَلَقَ اللَّهُ أَحَدًا أَبْغَضَ إِلَيَّ مِنْكُمْ ، وَاللَّهِ مَا يَحْمِلُنِي ذَلِكَ أَنْ أَحِيفَ عَلَيْكُمْ قَدْرَ مِثْقَالِ ذَرَّةٍ ، وَأَنَا أَعْلَمُهَا . قَالَ : ثُمَّ خَرَصَهَا جَمِيعًا الَّذِي لَهُمْ ، وَالَّذِي لِيَهُودَ ثَمَانِينَ أَلْفَ وَسْقٍ ، فَقَالَ الْيَهُودُ : حَرَبْتَنَا ، فَقَالَ ابْنُ رَوَاحَةَ : إِنْ شِئْتُمْ فَأَعْطُونَا أَرْبَعِينَ أَلْفَ وَسْقٍ وَنَخْرُجُ عَنْكُمْ ، وَإِنْ شِئْتُمْ أَعْطَيْنَاكُمْ أَرْبَعِينَ أَلْفَ وَسْقٍ ، وَتَخْرُجُونَ عَنَّا ، فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ ، ثُمَّ قَالُوا : بِهَذَا قَامَتِ السَّمَوَاتُ وَالأَرْضُ ، وَبِهَذَا يَغْلَبُونَكُمْ ` *
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু উবাইদ ইবনি উমাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খায়বারের ইহুদিদের এই মর্মে চুক্তি হয়েছিল যে, ফলের অর্ধেক আমাদের (মুসলিমদের) থাকবে এবং অর্ধেক তোমাদের (ইহুদিদের) থাকবে। আর তারা (ইহুদিরা) আমাদের পক্ষ থেকে শ্রম দেবে।
যখন তাদের ফল পেকে গেল, তখন তারা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলল, "আমাদের ফল পেকেছে। আপনি আমাদের ও আপনার মাঝে (ভাগ করার জন্য) একজন খারিছ (ফল অনুমানকারী) পাঠান।"
তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনু রাওয়াহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে পাঠালেন। যখন তিনি তাদের খেজুর বাগান ঘুরে দেখলেন, তখন বললেন, "আল্লাহর শপথ! আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আমি তোমাদের চেয়ে আর কাউকে জানি না, যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়ার ক্ষেত্রে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে শত্রুতা পোষণ করার ক্ষেত্রে অধিক জঘন্য। আল্লাহর শপথ! আল্লাহ তোমাদের চেয়ে আর কাউকে সৃষ্টি করেননি, যাকে আমি অধিক ঘৃণা করি। আল্লাহর কসম! আমার এই ঘৃণা আমাকে বিন্দু পরিমাণও তোমাদের প্রতি যুলুম করতে উদ্বুদ্ধ করবে না, অথচ আমি (ফলের পরিমাণ) জানি।"
বর্ণনাকারী বলেন: এরপর তিনি সমস্ত ফলের পরিমাণ অনুমান করলেন—যা মুসলিমদের এবং ইহুদিদের জন্য ছিল—আশি হাজার ওয়াসাক (Wasq)।
তখন ইহুদিরা বলল, "আপনি আমাদের সর্বনাশ করে দিলেন!" ইবনু রাওয়াহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, "যদি তোমরা চাও, তবে তোমরা আমাদের চল্লিশ হাজার ওয়াসাক দিয়ে দাও, আর আমরা তোমাদের (এখান থেকে) চলে যাই। আর যদি তোমরা চাও, তবে আমরা তোমাদের চল্লিশ হাজার ওয়াসাক দিয়ে দেই, আর তোমরা আমাদের (এখান থেকে) চলে যাও।"
তখন তারা একে অপরের দিকে তাকাল। এরপর তারা বলল, "এই (ন্যায়বিচারের) মাধ্যমেই আকাশসমূহ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে। আর এর দ্বারাই তারা তোমাদের উপর বিজয়ী হবে।"