المعجم الكبير للطبراني
Al-Mu’jamul Kabir lit-Tabarani
আল-মুজামুল কাবীর লিত-তাবরানী
21202 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمَرْوَزِيُّ ، قَالَ : حَدَّثَنَا حَيَّانُ بْنُ مُوسَى ، وَسُهَيْلُ بْنُ نَصْرٍ ، قَالا : حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ الْهَيْثَمِ بْنِ أَبِي سِنَانٍ ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ، كَانَ يَقُولُ : ` إِنَّ أَخًا لَكُمْ كَانَ لا يَقُولُ الرَّفَثَ ` يَعْنِي : عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ ، وَقَالَ : وَفِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ *
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: "তোমাদের একজন ভাই ছিলেন, যিনি অশ্লীল কথা (রাফাথ) বলতেন না।" এর দ্বারা তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বুঝাতেন।
আর তিনি (আব্দুল্লাহ ইবনে রাওয়াহা) বলতেন:
"আমাদের মাঝে আল্লাহর রাসূল বিদ্যমান, যিনি তাঁর কিতাব তেলাওয়াত করেন, যখন সুপরিচিত ফাজরের এক উজ্জ্বল আলো উদ্ভাসিত হয়।
অন্ধকারের (পথভ্রষ্টতার) পর তিনি আমাদের হিদায়াত দেখিয়েছেন, তাই আমাদের অন্তরগুলো তাঁর প্রতি দৃঢ় বিশ্বাসী যে তিনি যা বলেন তা অবশ্যই ঘটবে।"