الحديث


مسند الشاميين للطبراني
Musnad Ash-Shamiyyin lit-Tabrani
মুসনাদুশ শামিয়্যিন লিত্ব ত্বাবরানী





مسند الشاميين للطبراني (49)


49 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ قِيرَاطٍ الدِّمَشْقِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا رُدَيْحُ بْنُ عَطِيَّةَ، ثنا هَانِئُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَدِمَ عُمَرُ بْنُ الْخَطَّابِ بَيْتَ الْمَقْدِسِ وَعَسْكَرَ فِي طَوْرٍ زَيْتًا ، ثُمَّ انْحَلَدَ فَدَخَلَ مِنْ بَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا اسْتَوَى فِي الْمَسْجِدِ نَظَرَ يَمِينًا وَشِمَالًا ، ثُمَّ قَالَ: هَذَا وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ مَسْجِدُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ الَّذِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ أُسْرِيَ بِهِ إِلَيْهِ ثُمَّ أَتَى غَرْبَيَّ الْمَسْجِدِ ثُمَّ قَالَ: جَعَلَ مَسْجِدَ الْمُسْلِمِينَ هَهُنَا مُصَلًّى يُصَلُّونَ فِيهِ




অনুবাদঃ তাঁর পিতা থেকে বর্ণিত: উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বায়তুল মাকদিস (জেরুজালেম) আগমন করলেন এবং তিনি ‘তাওর-এ-জাইতা’ নামক জলপাই পর্বতে তাঁবু গাড়লেন। এরপর তিনি স্থান পরিবর্তন করে ’নবী দরজা’ দিয়ে প্রবেশ করলেন। যখন তিনি মাসজিদের ভেতরে প্রবেশ করে স্থির হলেন, তখন তিনি ডানে ও বামে দেখলেন। এরপর তিনি বললেন: সেই সত্তার কসম, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই! এটাই হলো সুলাইমান ইবনে দাউদ (আঃ)-এর সেই মাসজিদ, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন যে তাঁকে (নবীকে) এখান থেকে (মি’রাজের উদ্দেশ্যে) ভ্রমণ করানো হয়েছিল। এরপর তিনি মাসজিদের পশ্চিম দিকে গেলেন এবং বললেন: মুসলিমদের জন্য এই স্থানটিকে একটি সালাতের স্থান (মুসাল্লা) বানিয়ে দাও, যেখানে তারা সালাত আদায় করবে।