السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
3478 - وَرُوِّينَا عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَاتَبَ عَبْدًا لَهُ فَجَاءَ نَجْمُهُ، فَقَالَ: «اذْهَبْ فَاسْتَعِنْ بِهِ فِي مُكَاتَبَتِكَ»، فَقَالَ: «لَوْ تَرَكْتَهُ حَتَّى يَكُونَ آخِرَ نَجْمٍ»، قَالَ: إِنِّي أَخَافُ أَلَّا أُدْرِكَ ذَلِكَ، ثُمَّ قَرَأَ: {وَآتُوهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ} [النور: 33]
-[223]-، وَعَنِ ابْنِ عَبَّاسٍ فِي هَذِهِ الْآيَةِ قَالَ: ضَعُوا عَنْهُمْ مِنْ مُكَاتَبَتِهِمْ
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর এক ক্রীতদাসের সাথে ‘মুকাতাবাহ’ (স্বাধীনতার চুক্তি) করেছিলেন। যখন ক্রীতদাসের চুক্তির কিস্তি পরিশোধের সময় এলো, তখন তিনি বললেন, “যাও, তোমার মুকাতাবাহের ক্ষেত্রে এটি দিয়ে সাহায্য নাও।”
ক্রীতদাস বললো, “যদি আপনি এটি শেষ কিস্তি পর্যন্ত রেখে দিতেন (তাহলে ভালো হতো)।”
তিনি (ইবনু উমার) বললেন, “আমি আশঙ্কা করি যে আমি ততদিন পর্যন্ত জীবিত নাও থাকতে পারি।” অতঃপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন: “এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, তা থেকে তাদেরকে (মুকাতাব ক্রীতদাসদেরকে) দাও।” (সূরা নূর: ৩৩)
এবং এই আয়াত সম্পর্কে ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, “তাদের মুকাতাবাহের চুক্তিমূল্য থেকে কিছু অংশ তাদের জন্য মওকুফ করে দাও।”