السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
3491 - وَأَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْأَصْبَهَانِيُّ، أنا أَبُو سَعِيدِ بْنُ الْأَعْرَابِيِّ، أنا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، أنا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، أنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، عَنْ عُبَيْدَةَ السَّلْمَانِيِّ، قَالَ: قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: " اسْتَشَارَنِي عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي بَيْعِ أُمَّهَاتِ الْأَوْلَادِ، فَرَأَيْتُ أَنَا وَهُوَ أَنَّهَا عَتِيقَةٌ فَقَضَى بِهَا عُمَرُ حَيَاتَهُ وَعُثْمَانُ بَعْدَهُ، فَلَمَّا وَلِيتُ أَنَا رَأَيْتُ أَنْ أَرِقَّهُنَّ قَالَ: فَأَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ أَنَّهُ سَأَلَ عُبَيْدَةَ عَنْ ذَلِكَ فَقَالَ: أَيُّهُمَا أَحَبُّ إِلَيْكَ؟ فَقَالَ: رَأْيُ عُمَرَ وَعَلِيٍّ جَمِيعًا أَحَبُّ إِلَيَّ مِنْ رَأْي عَلِيٍّ حِينَ أَدْرَكَ الِاخْتِلَافَ
অনুবাদঃ আলী ইবনে আবি তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ’উম্মাহাতুল আওলাদ’ (অর্থাৎ, যে বাঁদিরা তাদের মনিবের সন্তানের জননী) দের বিক্রি করা প্রসঙ্গে আমার সাথে পরামর্শ করেছিলেন। আমি এবং তিনি (উমার) উভয়েই এই মত পোষণ করলাম যে তারা (সন্তানের জন্ম দেওয়ায়) স্বাধীন হয়ে যাবে। অতঃপর উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর জীবদ্দশা পর্যন্ত এই ফয়সালা অনুযায়ী কাজ করেছেন এবং তাঁর পরে উসমানও (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাই করেছেন। যখন আমি (খিলাফতের) দায়িত্ব নিলাম, তখন আমি (পূর্বের ফয়সালা পরিবর্তন করে) এই মত দিলাম যে তাদের (ক্রীতদাসী হিসেবে) রাখা হবে।
(বর্ণনাকারী) বলেন, মুহাম্মাদ ইবনে সীরীন আমাকে জানিয়েছেন যে, তিনি ’উবাইদাহ (আল-সালমানী)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন: "এই দুটি মতের মধ্যে কোনটি আপনার কাছে অধিক প্রিয়?" তিনি (উবাইদাহ) বললেন: "আলী যখন মতবিরোধের সম্মুখীন হলেন (এবং নিজের মত পরিবর্তন করলেন), সেই সময়ের আলীর মতামতের চেয়ে উমার ও আলীর সম্মিলিত মতামতই আমার কাছে অধিক প্রিয়।"