الحديث


السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী





السنن الصغير للبيهقي (9)


9 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ، حَدَّثَنِي الْجُنَيْدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ السَّرِيَّ بْنَ الْمُغَلِّسِ، وَقَدْ ذُكِرَ النَّاسُ فَقَالَ: «لَا تَعْمَلْ لَهُمْ شَيْئًا وَلَا تَتْرُكْ لَهُمْ شَيْئًا وَلَا تُعْطِ لَهُمْ شَيْئًا، وَلَا تَكْشِفْ لَهُمْ شَيْئًا» -[12]- قَالَ الْجُنَيْدُ: يُرِيدُ بِهَذَا الْقَوْلِ كَوْنَ أَعْمَالِكَ لِلَّهِ وَحْدَهُ




অনুবাদঃ জুনায়েদ ইবনু মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি সাররি ইবনুল মুগাল্লিস (রাহিমাহুল্লাহ)-কে বলতে শুনেছি— যখন মানুষের (প্রসঙ্গে) আলোচনা করা হচ্ছিল— তিনি বললেন:

"তুমি তাদের (মানুষের সন্তুষ্টির) জন্য কোনো কাজ করো না, তাদের জন্য (তাদের অসন্তুষ্টির ভয়ে) কোনো কাজ ত্যাগ করো না, তাদের উদ্দেশ্যে কোনো কিছু প্রদান করো না এবং তাদের কাছে কোনো কিছু প্রকাশও করো না।"

জুনায়েদ (রাহিমাহুল্লাহ) বলেন, এই উক্তির মাধ্যমে তিনি (সাররি) এটাই বুঝাতে চেয়েছেন যে, তোমার সকল আমল যেন কেবলমাত্র এক আল্লাহ তা‘আলার জন্যই হয়।