الحديث


السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী





السنن الصغير للبيهقي (168)


168 - قُلْتُ: وَهَذَا مِثْلُ حَدِيثِ أُمِّ سَلَمَةَ فِي الْمَرْأَةِ الَّتِي اسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ وَلْتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ لِتُصَلِّي» وَفِي حَدِيثِ حَمْنَةَ زِيَادَةُ اسْتِحْبَابٍ لِزِيَادَةِ الْغُسْلِ وَبَيَانُ جَوَازِ الْأَمْرِ الْأَوَّلِ وَبِاللَّهِ التَّوْفِيقُ -[74]-




অনুবাদঃ উম্মে সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এটি সেই মহিলার হাদিসের মতো, যার বিষয়ে উম্মে সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ফতোয়া জানতে চেয়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "সে যেন সেই রাত ও দিনগুলোর সংখ্যা লক্ষ্য করে, যে পরিমাণ দিন সে প্রতি মাসে ঋতুবতী হতো তার এই রোগ হওয়ার পূর্বে; অতঃপর সে যেন মাসের সেই পরিমাণ দিন সালাত আদায় করা ছেড়ে দেয়। এরপর যখন সেই সময় অতিক্রান্ত হবে, তখন সে যেন গোসল করে, কাপড় দ্বারা ইস্তিসফার (শক্ত করে বেঁধে) করে, অতঃপর সালাত আদায় করে।"

আর হামনাহ্ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হাদীসে অতিরিক্ত গোসল করার মুস্তাহাব হওয়ার দিকটি অতিরিক্তভাবে বর্ণিত হয়েছে এবং প্রথম নির্দেশটির বৈধতা স্পষ্ট করা হয়েছে। আর আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা।