الحديث


السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী





السنن الصغير للبيهقي (3423)


3423 - وَكَذَلِكَ رَوَاهُ أَيْضًا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، عَنْ أَبِيهِ، عَنْ هَمَّامٍ، وَفِي رِوَايَةِ النَّيْسَابُورِيِّ قَالَ قَتَادَةُ: «إِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ اسْتَسْعَى الْعَبْدُ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ» وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ يَقُولُ: أَحَادِيثُ هَمَّامَ عَنْ قَتَادَةَ أَصَحُّ مِنْ أَحَادِيثِ غَيْرِهِ لِأَنَّهُ كَتَبَهَا إِمْلَاءً قَالَ الشَّيْخُ: وَقَدْ رُوِيَ اسْتَسْعَى الْعَبْدُ مِنْ وَجْهَيْنِ آخَرَيْنِ كِلَاهُمَا مُنْقَطِعٌ لَا تَقُومُ بِهِ حُجَّةٌ




অনুবাদঃ কাতাদাহ (রহ.) থেকে বর্ণিত:

মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনু ইয়াযীদ আল-মুক্রি তাঁর পিতা থেকে, তিনি হাম্মাম থেকে অনুরূপভাবে এটি বর্ণনা করেছেন। নাইসাপুরী (রহ.)-এর বর্ণনায় কাতাদাহ (রহ.) বলেছেন: "যদি (মালিকের) কোনো সম্পদ না থাকে, তবে গোলামটি কঠোরতা আরোপ না করে নিজের স্বাধীনতার জন্য উপার্জন করতে চেষ্টা করবে (অর্থাৎ কাজ করে মুক্তিপণ জোগাড় করবে)।"

আব্দুর রহমান ইবনু মাহদী (রহ.) বলতেন: হাম্মাম কর্তৃক কাতাদাহ (রহ.) থেকে বর্ণিত হাদীসগুলো অন্যদের বর্ণিত হাদীস অপেক্ষা অধিক সহীহ; কারণ তিনি (হাম্মাম) এগুলি শ্রুতি-লিখন (ইমলা) হিসেবে লিপিবদ্ধ করেছিলেন।

শাইখ (অর্থাৎ সংকলক ইমাম) বলেন: ’গোলামটি উপার্জন করতে চেষ্টা করবে’—এই মর্মে অন্য আরো দুটি সূত্রে বর্ণিত হয়েছে, তবে উভয় সূত্রই মুনকাতি’ (বিচ্ছিন্ন), যা দ্বারা কোনো শারঈ প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।