البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
536 - أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أَنْبَأَ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ، ثنا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، ثنا عُبَيْدُ بْنُ عُبَيْدَةَ، ثنا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: زَعَمَ عَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، قَالَ: إِذَا أُلْقِيَ الرَّجُلُ فِي النَّارِ لَمْ يَكُنْ لَهُ مُنْتَهًى حَتَّى يَبْلُغَ قَعْرَهَا، ثُمَّ تَجِيشُ بِهِ جَهَنَّمُ، فَتَرْفَعُهُ إِلَى أَعْلَى جَهَنَّمَ، قَالَ: وَمَا عَلَى عِظَامِهِ فُرْغَةُ -[299]- لَحْمٍ، قَالَ: فَتَضْرِبُهُ الْمَلَائِكَةُ بِالْمَقَامِعِ، فَيَهْوِي بِهَا فِي قَعْرِهَا، فَلَا يَزَالُ كَذَلِكَ " أَوْ كَمَا قَالَ
অনুবাদঃ আবু সালেহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তার কোনো শেষ থাকবে না যতক্ষণ না সে এর গভীরতম প্রদেশে পৌঁছায়। এরপর জাহান্নাম তাকে নিয়ে উদ্বেলিত হবে (ফুঁসে উঠবে), ফলে তাকে জাহান্নামের সর্বোচ্চ চূড়ায় উঠিয়ে দেবে। তিনি বলেন: আর তার হাড়ের উপর এক টুকরোও মাংস অবশিষ্ট থাকবে না। তিনি বলেন: তখন ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি বা গদা (আল-মাক্বামি) দিয়ে আঘাত করবে, ফলে সে তা নিয়ে (আবার) জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে। সে সর্বদা এমনই থাকবে," অথবা যেমনটি তিনি বলেছিলেন।