البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
542 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَنْبَأَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَسَنِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْحُسَيْنِ، ثنا آدَمُ، ثنا الْمُبَارَكُ، عَنِ الْحَسَنِ، قَالَ: «الْأَنْكَالُ قُيُودٌ مِنْ نَارٍ»
وَقَالَ: إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقَا
অনুবাদঃ আল-হাসান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘আল-আনকাল’ (الأَنْكَالُ) হলো আগুনের শিকল বা বেড়ি (ক্বুয়ূদ)।
আর তিনি (আল্লাহ) বললেন: “নিশ্চয়ই আমি যালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী (সুরদিক্বুহা) তাদেরকে ঘিরে ফেলবে। আর যদি তারা পানীয়ের জন্য ফরিয়াদ করে, তবে তাদেরকে গলিত তামার (বা পিণ্ডের) ন্যায় পানীয় দ্বারা সাহায্য করা হবে, যা মুখমণ্ডল ঝলসে দেবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত মন্দ সেই আশ্রয়স্থল!”