الأحاديث المختارة
Al Ahaadisul Mukhtarah
আল আহাদীসুল মুখতারাহ
4435 - أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْمُبَارَكُ ، وَأَبُو أَحْمَدَ عَبْدُ اللَّهِ ، أَنَّ هِبَةَ اللَّهِ أَخْبَرَهُمْ ، أنبا الْحَسَنُ ، أنبا أَحْمَدُ ، ثنا عَبْدُ اللَّهِ ، حَدَّثَنِي أَبِي ، ثنا عَبْدُ الصَّمَدِ ، ثنا ثَابِتٌ ، ثنا هِلالٌ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ النَّبِيَّ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، نَظَرَ إِلَى أُحُدٍ ، فَقَالَ : ` وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، مَا يَسُرُّنِي أَنَّ أُحُدًا لآلِ مُحَمَّدٍ ذَهَبًا ، أُنْفِقُهُ فِي سَبِيلِ اللَّهِ ، أَمُوتُ يَوْمَ أَمُوتُ وَعِنْدِي مِنْهُ دِينَارَانِ ، إِلا أَنْ أَعُدَّهُمَا لِدَيْنٍ ` . قَالَ : فَمَاتَ فَمَا تَرَكَ دِينَارًا ، وَلا دِرْهَمًا ، وَلا عَبْدًا ، وَلا وَلِيدَةً ، وَتَرَكَ دِرْعَهُ رَهْنًا عِنْدَ يَهُودِيٍّ بِثَلاثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ *
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন: "যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ, তাঁর কসম! আমার কাছে এটা পছন্দনীয় নয় যে, উহুদ পাহাড় মুহাম্মাদের পরিবারের জন্য সোনা হয়ে যাক, আর আমি তা আল্লাহর রাস্তায় খরচ করি; যেদিন আমার মৃত্যু হবে, সেদিন এর থেকে মাত্র দুটি দীনার আমার কাছে অবশিষ্ট থাকুক, তবে যদি আমি সেগুলো ঋণ পরিশোধের জন্য রাখি, তা ভিন্ন কথা।"
বর্ণনাকারী বলেন: অতঃপর তিনি (নবী ﷺ) ইন্তিকাল করলেন। আর তিনি (তাঁর পেছনে) কোনো দীনার, কিংবা কোনো দিরহাম, কিংবা কোনো গোলাম, কিংবা কোনো বাঁদী রেখে যাননি। আর তিনি তাঁর বর্মটি ত্রিশ সা’ পরিমাণ যবের বিনিময়ে একজন ইহুদীর নিকট বন্ধক রেখে গিয়েছিলেন।