الأحاديث المختارة
Al Ahaadisul Mukhtarah
আল আহাদীসুল মুখতারাহ
4443 - وَبِهِ أنبا أَبُو الْعَبَّاسِ السَّرَّاجُ ، ثنا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ ، ثنا عَفَّانُ ، ثنا ثَابِتٌ ، وَهُوَ أَبُو زَيْدٍ ، ثنا هِلالُ بْنُ خَبَّابٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَاتَلَ النَّبِيُّ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، عَدُوًّا لَهُ ، فَلَمْ يَفْرَغْ حَتَّى . . . . . بِالْعَصْرِ عَنْ وَقْتِهَا ، فَلَمَّا نَظَرَ فَرَأَى ذَلِكَ ، قَالَ : ` اللَّهُمَّ مَنْ حَبَسَنَا عَنْ صَلاةِ الْوُسْطَى فَامْلأْ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا ، وَامْلأْ قُلُوبَهُمْ نَارًا ` . أَوْ نَحْوَ ذَا *
অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। তিনি অবসর হতে পারলেন না যতক্ষণ না আসরের নামায তার নির্ধারিত সময় পার করে দিল। যখন তিনি (সময় পার হয়ে যাওয়া) দেখলেন, তখন তিনি বললেন: “হে আল্লাহ! যারা আমাদের সালাতুল উস্তা (মধ্যবর্তী নামায) থেকে বিরত রেখেছে, তুমি তাদের ঘরগুলো এবং কবরগুলো আগুন দ্বারা পূর্ণ করে দাও, আর তাদের অন্তরগুলোও আগুন দ্বারা পূর্ণ করে দাও।” অথবা তিনি এ ধরনের কোনো কথা বললেন।