الأحاديث المختارة
Al Ahaadisul Mukhtarah
আল আহাদীসুল মুখতারাহ
4462 - وَبِهِ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ مَرْدُوَيْهِ ، ثنا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ ، ثنا أَبُو سَعِيدٍ الدَّشْتَكِيُّ ، ثنا أَبِي ، عَنْ أَبِيهِ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ يَزِيدَ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ سورة البقرة آية قَالَ : الإِتْيَانُ إِلَيْهِنَّ مِنْ حَيْثُ الاعْتِزَالِ ، وَإِذَا الاعْتِزَالُ مِنْ حَيْثُ الإِتْيَانِ ، وَإِذَا هُوَ إِنَّمَا يَعْنِي فُرُوجَهُنَّ ، إِيَّاهُ يَعْتَزِلُ وَإِيَّاهُ يَأْتِي ، إِذَا طَهُرَتْ لَمْ يَحْرُمْ مِنْ جُلُودِهِنَّ شَيْءٌ غَيْرَهُ ، لا فِي حَيْضَةٍ وَلا فِي صَوْمٍ *
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহ্ তাআলার বাণী: "অতঃপর তারা যখন পবিত্র হবে, তখন তাদের নিকট যাও যেভাবে আল্লাহ্ তোমাদেরকে আদেশ দিয়েছেন" (সূরা বাকারা: ২২২) এর ব্যাখ্যায় তিনি বলেন: তাদের কাছে গমন করা সেই স্থান দিয়েই হবে যেখান থেকে বিরত থাকতে বলা হয়েছিল। আর এই বিরত থাকা ছিল গমনের স্থানকে কেন্দ্র করে। বস্তুত এই আয়াত দ্বারা আল্লাহ্ তাদের (স্ত্রীদের) যোনিপথকেই বুঝিয়েছেন। যখন তারা (হায়িযের কারণে) অপবিত্র থাকে, তখন তা থেকে বিরত থাকতে হয়, আর যখন তারা পবিত্র হয়ে যায়, তখন সেখানে গমন করতে হয়। যখন স্ত্রী পবিত্র হয়ে যায়, তখন এই স্থান ব্যতীত তাদের শরীরের অন্য কোনো অংশ হারাম থাকে না, তা ঋতুস্রাবের সময়ও নয় এবং সিয়াম (রোজা) পালনের সময়ও নয়।