الأحاديث المختارة
Al Ahaadisul Mukhtarah
আল আহাদীসুল মুখতারাহ
4463 - وَبِهِ أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ مَرْدُوَيْهِ ، ثنا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ إِبْرَاهِيمَ ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ ، ثنا مُحَمَّدُ بْنُ قُهْزَاذَ ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ ، حَدَّثَنِي أَبِي ، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ الرَّجُلُ يَأْكُلُ مِنْ مَالِ امْرَأَتِهِ الَّذِي نَحَلَهَا وَغَيْرِهِ ، لا يَرَى أَنَّ عَلَيْهِ مَعَهُ جُنَاحًا حَتَّى أَنْزَلَ اللَّهُ وَلا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا سورة البقرة آية فَلَمْ يَصْلُحْ لَهُمْ بَعْدَ هَذِهِ الآيَةِ أَخْذُ شَيْءٍ مِنْ أَمْوَالِهِمْ ، ثُمَّ قَالَ : إِلا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ سورة البقرة آية ، وَقَالَ : فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا سورة النساء آية *
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: পুরুষেরা তাদের স্ত্রীদের মোহরানা হিসেবে দেওয়া সম্পদ অথবা তাদের অন্যান্য সম্পদ থেকে ভোগ করত এবং তারা মনে করত যে এতে তাদের কোনো পাপ নেই। যতক্ষণ না আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন: "আর তোমরা যা তাদেরকে দিয়েছো তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য হালাল নয়।" (সূরা বাকারা)। এই আয়াতের পর তাদের স্ত্রীদের সম্পদ থেকে কিছু গ্রহণ করা তাদের জন্য সঙ্গত ছিল না।
অতঃপর আল্লাহ তাআলা বললেন: "তবে যদি উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমা বজায় রাখতে পারবে না। সুতরাং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমা বজায় রাখতে পারবে না, তাহলে স্ত্রী তার বিনিময়ে যা দিয়ে মুক্তি লাভ করে তাতে উভয়ের কোনো দোষ হবে না।" (সূরা বাকারা)
আর আল্লাহ আরো বললেন: "তবে যদি তারা (স্ত্রীরা) স্বতঃস্ফূর্তভাবে তোমাদের জন্য তার (মোহরের) কিছু অংশ ছেড়ে দেয়, তাহলে তোমরা তা সানন্দে ও তৃপ্তির সাথে গ্রহণ করো।" (সূরা নিসা)