الحديث


الأحاديث المختارة
Al Ahaadisul Mukhtarah
আল আহাদীসুল মুখতারাহ





الأحاديث المختارة (4510)


4510 - وَبِهِ أَخْبَرَنَا سُلَيْمَانُ الطَّبَرَانِيُّ ، ثنا يُوسُفُ الْقَاضِي ، ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَمَّارٍ ابْنِ أَبِي عَمَّارٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، فِيمَا يَحْسِبُ أَبُو سَلَمَةَ ، يَعْنِي : حَمَّادًا ، أَنَّ رَسُولَ اللَّهِ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ذَكَرَ خَدِيجَةَ بِنْتَ خُوَيْلِدٍ ، وَكَانَ أَبُوهَا يَرْغَبُ أَنْ يُزَوِّجَهُ ، فَصَنَعَتْ طَعَامًا وَشَرَابًا ، وَدَعَتْ أَبَاهَا وَأُنَاسًا مِنْ قُرَيْشٍ ، فَطَعِمُوا وَشَرِبُوا ، فَقَالَتْ خَدِيجَةُ لأَبِيهَا : إِنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ يَخْطُبُنِي ، قُمْ فَزَوِّجْهُ ، فَزَوَّجَهَا إِيَّاهُ ، فَخَلَّقَتْهُ وَأَلْبَسَتْهُ حُلَّةً ، وَكَذَلِكَ كَانُوا يَفْعَلُونَ بِالآبَاءِ إِذَا زَوَّجُوا بَنَاتِهِمْ ، فَلَمَّا سُرِّيَ عَنْهُ السُّكْرُ نَظَرَ ، فَإِذَا هُوَ مُخَلَّقٌ عَلَيْهِ حُلَّةٌ ، فَقَالَ : مَا شَأْنِي ؟ فَقَالَتْ : زَوَّجْتَنِي مِنْ مُحَمَّدٍ ، فَقَالَ : أَنَا زَوَّجْتُكِ يَتِيمَ أَبِي طَالِبٍ ؟ ! لا لَعَمْرِي ، فَقَالَتْ خَدِيجَةُ : أَمَا تَسْتَحِي ، أَتُرِيدُ أَنْ تُسَفِّهَ نَفْسَكَ ، تُخْبِرُ قُرَيْشًا وَالنَّاسَ أَنَّكَ كُنْتَ سَكْرَانَ ، فَلَمْ تَزَلْ بِهِ حَتَّى رَضِيَ *




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত—

(বর্ণনাকারী হাম্মাদের ধারণা অনুযায়ী) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কথা উল্লেখ করেছেন। (সে সময়) তাঁর (খাদিজার) পিতা তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বিবাহ দিতে আগ্রহী ছিলেন। তাই তিনি (খাদিজা) খাবার ও পানীয় তৈরি করলেন এবং তাঁর পিতা ও কুরাইশের কিছু লোককে দাওয়াত দিলেন। তারা খেলো এবং পান করলো।

এরপর খাদিজা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর পিতাকে বললেন: "মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। উঠুন এবং তাঁকে আমার সাথে বিবাহ দিন।" তখন তিনি (পিতা) তাঁকে তাঁর সাথে বিবাহ দিলেন।

এরপর তিনি (খাদিজা) তাঁর পিতাকে সুগন্ধি মাখালেন এবং তাঁকে একটি মূল্যবান পোশাক পরিধান করালেন। সাধারণত তারা তাদের মেয়েদের বিবাহ দেওয়ার পর পিতাদের সাথে এমনটিই করত।

যখন পিতার নেশা কেটে গেল, তখন তিনি তাকিয়ে দেখলেন যে তাঁর শরীরে সুগন্ধি মাখানো এবং তিনি একটি নতুন পোশাক পরিহিত। তিনি বললেন: "আমার কী হয়েছে?"

খাদিজা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "আপনি আমাকে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে বিবাহ দিয়েছেন।" তিনি (পিতা) বললেন: "আমি তোমাকে আবু তালিবের ইয়াতীমের সাথে বিবাহ দিয়েছি?! আমার জীবন থাকতে তা অসম্ভব!"

খাদিজা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "আপনি কি লজ্জা পাচ্ছেন না? আপনি কি নিজেকে নির্বোধ প্রতিপন্ন করতে চান? আপনি কি কুরাইশ ও সাধারণ মানুষকে জানাতে চান যে আপনি নেশাগ্রস্ত ছিলেন?" খাদিজা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তার সাথে এভাবে কথা বলতে থাকলেন যতক্ষণ না তিনি (পিতা) সন্তুষ্ট হলেন।